"নীলকর" কোন সমাসভুক্ত?

A উপপদ তৎপুরুষ

B নিত্য

C কর্মধারায়

D অব্যয়ীভাব

Solution

Correct Answer: Option A

- যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ- প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে।
- কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাই উপপদ তৎপুরুষ সমাস। যেমন: নীল চাষ করে যে- নীলকর, পঙ্কে জন্মে যা- পঙ্কজ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions