Solution
Correct Answer: Option B
অ/আ’ এরপরে ‘ই/ঈ’ থাকলে উভয় মিলে ‘এ’ হয় এবং তা ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
অ+ই =এ নিয়েমেঃ
- শুভ+ইচ্ছা=শুভেচ্ছা,
- পূর্ণ+ইন্দু =পূর্ণেন্দু,
- স্ব+ইচ্ছা=স্বেচ্ছা,
- নর+ইন্দ্র=নরেন্দ্র
অ+ঈ =এ নিয়মেঃ
- পরম+ঈশ=পরমেশ,
- নর+ঈশ=নরেশ
আ+ই=এ নিয়মেঃ
- যথা+ইষ্ট=যথেষ্ট
আ+ঈ=এ নিয়মেঃ
- মহা+ঈশ=মহেশ
- রমা+ঈশ =রমেশ