Solution
Correct Answer: Option A
- গাড়ীর কালো ধোঁয়া বের হয় সাধারণত জ্বালানির (পেট্রোলিয়ামের) অসম্পূর্ণ দহন থেকে।
- যানবাহনের কালো ধোঁয়ায় ৮০% কার্বন মনোক্সাইড গ্যাস থাকে যা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে রক্তের লোহিত কণিকা হিমোগ্লোবিনের সঙ্গে মিশে কার্বন ফ্রি হিমোগ্লোবিন তৈরি করে।
- ফলে হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা নষ্ট হয় এবং শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া ব্যবহৃত হয়।