Solution
Correct Answer: Option A
'আরোগ্য' একটি বিশেষ্য পদ, যার অর্থ রোগমুক্তি বা স্বাস্থ্য। বাক্যটিতে ক্রিয়াপদের সাথে ব্যবহারের জন্য একটি বিশেষণ পদের প্রয়োজন।
শুদ্ধ বাক্যটি হবে:
তিনি আরোগ্য লাভ করেছেন। (এখানে 'আরোগ্য' বিশেষ্য হিসেবেই ব্যবহৃত হয়েছে কিন্তু ক্রিয়াপদ 'লাভ করেছেন' যুক্ত হওয়ায় বাক্যটি শুদ্ধ হয়েছে।)
অথবা, তিনি সুস্থ হয়েছেন। (এখানে 'সুস্থ' বিশেষণ পদ।)