Solution
Correct Answer: Option C
পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য অথবা পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ হয়ে যে সমাস হয়, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে।
যেমন:
-নীল কন্ঠ যার = নীলকণ্ঠ;
-এক গোঁ যার = একগুঁয়ে।
- তবে 'নীল যে কন্ঠ - নীলকন্ঠ'; এভাবে ব্যসবাক্য থাকলে কর্মধারয় সমাস হতো।