উদ্ভিদ কোষে সাধারণত কত ধরনের প্লাস্টিড থাকে?

A ২ ধরনের

B ৩ ধরনের

C ৪ ধরনের

D ৫ ধরনের

Solution

Correct Answer: Option B

উদ্ভিদ কোষে সাধারণত তিন ধরনের প্লাস্টিড থাকে। এগুলো হলো:

ক্লোরোপ্লাস্ট (Chloroplast): এটি সবুজ রঙের প্লাস্টিড। এর মধ্যে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ থাকায় এটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। পাতা ও কচি কাণ্ডের কোষে এদের দেখা যায়।

ক্রোমোপ্লাস্ট (Chromoplast): এটি রঙিন প্লাস্টিড (তবে সবুজ নয়)। এতে ক্যারোটিন (কমলা), জ্যান্থোফিল (হলুদ) ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে। ফুল, ফল এবং গাজরের মূলের আকর্ষণীয় রঙের জন্য ক্রোমোপ্লাস্ট দায়ী। এর প্রধান কাজ হলো পরাগায়ন ও বীজ বিস্তারে সাহায্য করা।

লিউকোপ্লাস্ট (Leucoplast): এটি বর্ণহীন প্লাস্টিড। যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন - মূল, ভূনিম্নস্থ কাণ্ড ইত্যাদিতে এদের পাওয়া যায়। এর প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা। খাদ্য সঞ্চয়ের ধরন অনুযায়ী এটি আবার তিন প্রকারের হতে পারে (যেমন- অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার সঞ্চয় করে)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions