যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরে কোথাও বাধা পায় না, তাদের কী বলে?

A স্বরধ্বনি

B ব্যঞ্জনধ্বনি

C অল্পপ্রাণ ধ্বনি

D নাসিক্য ধ্বনি

Solution

Correct Answer: Option A

- স্বরধ্বনি (Vowel sound) হলো এমন ধ্বনি যা উচ্চারণের সময় ফুসফুস থেকে তাড়িত বায়ু মুখবিবরের কোনো অংশে বাধা ছাড়াই বের হয়।
- অর্থাৎ, এই ধ্বনিগুলোর গঠন বা উচ্চারণে জিহ্বা, ঠোঁট, তালু বা দাঁতের সঙ্গে কোনো স্পষ্ট সংস্পর্শ বা প্রতিবন্ধকতা তৈরি হয় না।
- বাংলায় যেমন: অ, আ, ই, ঈ, উ, ঊ, এ, ঐ, ও, ঔ ইত্যাদি স্বরধ্বনি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions