কোনো সংসদ সদস্য তাঁর দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না এটি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?

A ৬৩ নং অনুচ্ছেদ

B ৬৭ নং অনুচ্ছেদ

C ৭০ নং অনুচ্ছেদ

D ৮০ নং অনুচ্ছেদ

Solution

Correct Answer: Option C

সংবিধানের ৭০ অনুচ্ছেদ:
- কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-
(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা
(খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন,

- তাহা হইলে সংসদে তাঁহার আসন শূন্য হইবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions