কোনটি অরীয় প্রতিসাম্য প্রাণী?

A হাইড্রা

B অ্যামিবা

C আরশোলা

D টিকটিকি

Solution

Correct Answer: Option A

- কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে সদৃশ দুই বা দুইয়ের বেশী সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, তখন সে ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে।
- যেমন- হাইড্রা, জেলিফিশ, সী অ্যানিমন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions