ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
Solution
Correct Answer: Option C
ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয় চারটি আলোচ্য বিষয়সমূহ নতুন বই অনুসারেঃ
ধ্বনিত্ত্ব ( Phonetics) ঃ বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনি দল প্রভৃতি ।
রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব (Morphology) ঃ শব্দ ও তার উপাদান, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ, শব্দ নির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া প্রভৃতি।
বাক্যতত্ত্ব বা পদক্রম (syntax) ঃ বাক্য, বাক্যের নির্মাণ, গঠন, বাক্য রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি।
অর্থতত্ত্ব বা বাগাৰ্থতত্ত্ব (semantics) ঃ শব্দ, বর্গ ও বাক্যের অর্থ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দকে বাগধারা, শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা প্রভৃতি ।