'সোয়া' কোন প্রকার পূরণবাচক শব্দ?

A সাধারণ

B তারিখ

C ভগ্নাংশ

D ক্রমবাচক

Solution

Correct Answer: Option C

- পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক ব্যবহৃত হয়।
- যেমন- অধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই, চৌথ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions