Solution
Correct Answer: Option B
- শ, ষ, স বর্ণগুলো উচ্চারণের সময় বাতাস মুখ দিয়ে শিস দেওয়ার মতো আওয়াজ করে বের হয়, তাই এদেরকে শিধ্বনি বা শিস ধ্বনি বলে।
- মুনীর চৌধুরী প্রণীত নবম-দশম শ্রেণির পুরাতন ব্যাকরণ বই অনুসারে, শ, ষ, স, হ- এই ৪টি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণের সময় শ্বাস যতক্ষণ খুশি ধরে রাখা যায় বলে এদের উষ্মধ্বনি বা শিশধ্বনি বলা হয়।
- তবে, নবম-দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই (২০২১ সংস্করণ) অনুসারে, বাংলা বর্ণমালায় উষ্ম বর্ণের মধ্যে শ ও স-কে বিশেষভাবে শিস ধ্বনি হিসেবে উল্লেখ করা হয়েছে।
- এই ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে ঘষা খায় এবং একধরনের শিসের মতো শব্দ তৈরি করে।