Solution
Correct Answer: Option C
- ভাষাতাত্ত্বিক বিচারে বাংলা, অহমিয়া (অসমিয়া) এবং ওড়িয়া—এই তিনটি ভাষার উৎস একই, যা মাগধী প্রাকৃত থেকে সৃষ্ট।
- এই ভাষাগুলো পূর্ব-মাগধী ভাষা-গোষ্ঠীর অন্তর্গত এবং এদের শব্দভান্ডার, বাক্য গঠন ও ধ্বনিতত্ত্বের মধ্যে অনেক মিল রয়েছে।
- একারণে অহমিয়া ও ওড়িয়াকে বাংলা ভাষার সবচেয়ে নিকটতম আত্মীয় ভাষা হিসেবে গণ্য করা হয়।