Solution
Correct Answer: Option D
ইংরেজি ভাষা অক্ষরের প্রতিশব্দ Syllable ,এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর ।অর্থাৎ নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করি তাকে ,অক্ষর বলে।
যেমন :
» বিশ্ +শ্ব +বিদ্ +দা +লয় =বিশ্ববিদ্যালয় ,
» বন্ +ধন্ =বন্ধন