Correct Answer: Option D
- মানবদেহের দীর্ঘতম স্নায়ু হলো সায়াটিক নার্ভ (Sciatic nerve)।
- এটি মেরুদণ্ড থেকে শুরু হয়ে পিঠের নিচের অংশ, উরু, হাঁটু এবং পায়ের পেছনের দিকে প্রসারিত থাকে। দৈর্ঘ্য প্রায় ৭০–৮০ সেন্টিমিটার হতে পারে।
- সায়াটিক নার্ভের কাজ হলো পায়ের মাংসপেশি ও ত্বকের সংবেদন ক্ষমতা নিয়ন্ত্রণ করা এবং হাঁটা-চলার জন্য সংকেত প্রেরণ করা।
- অন্য স্নায়ুগুলোর তুলনায় এটি দেহে সবচেয়ে বড় ও দীর্ঘ স্নায়ু।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions