দুটি  অসম বৈশিষ্ট্যযুক্ত সমুদ্রস্রোতের সীমারেখাকে বলে-

A ল্যাব্রাডর স্রোত

B ক্যানারি

C হিমশৈল

D হিমপ্রাচীর

Solution

Correct Answer: Option D

- উত্তর আমেরিকার পূর্ব উপকূলে উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোতের ঘন নীল জল এবং দক্ষিণমুখী শীতল ল্যাব্রাডর স্রোতের প্রায় সবুজ জলের মধ্যে এমনই এক বিভাজন বহু দূর পর্যন্ত স্পষ্ট দেখা যায় ।
- এই বিভাজন রেখাকে ' হিমপ্রাচীর ' নামে অভিহিত করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions