নিচের কোন শব্দে স্বভাবতই 'ণ' ব্যবহৃত হয়েছে?

A হরিণ

B পরায়ণ

C নিপুণ

D তৃণ

Solution

Correct Answer: Option C

'বণিক' শব্দে- স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়েছে।

কতগুলো শব্দে স্বভাবতই মর্ধন্য ণ হয়। যেমন-
- চিক্কণ,
- নিক্বণ,
- তূণ,
- বণিক,
- চাণক্য,
- মাণিক্য,
- গণ,
- বাণিজ্য
- লবণ,
- মণ,
- বেণু,
- বীণা,
- কঙ্কণ,
- কণিকা,
- আপণ,
- লাবণ্য,
- বাণী,
- নিপুণ,
- ভণিতা,
- পাণি,
- গৌণ,
- কোণ,
- বাণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১৯।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions