কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
A অনুলোম-প্রতিলোম
B গরিষ্ঠ-লগিষ্ঠ
C নশ্বর-শাশ্বত
D হৃষ্ট-পুষ্ট
Solution
Correct Answer: Option D
হৃষ্ট-পুষ্ট সমজাতীয় শব্দের অর্থ হলো সুস্থ ও মোটা।
গুরত্বপুর্ণ বিপরীতশব্দ সমূহ :
• হৃষ্ট - বিষণ্ণ
• হরদম - হটাৎ
• গ্রহণ - বর্জন
• রদ - চালু
• লঘু - গুরু