ণ-ত্ব বিধানের নিয়ম অনুসারে অশুদ্ধ বানান কোনটি?
Solution
Correct Answer: Option D
- ণ-ত্ব বিধান অনুসারে, 'র' এর পরে 'ণ' বসে যদি তার আগে ইকার (ি), ঈকার (ী), একার (ে), ঐকার (ৈ) বা রেফ (র্) থাকে।
- 'দূর্ণাম' শব্দে 'র' এর আগে কোনো ইকার, ঈকার, একার, ঐকার বা রেফ নেই। এখানে আছে উকার (ূ)।
- সুতরাং, এই ক্ষেত্রে 'ণ' না বসে 'ন' বসবে। শব্দটির শুদ্ধ বানান হবে 'দুর্নাম'।