Solution
Correct Answer: Option A
- 'চাণক্য', 'মাণিক্য', এবং 'গণ' শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য 'ণ' এর ব্যবহার শুদ্ধ।
- এই শব্দগুলো ণ-ত্ব বিধানের কোনো নিয়মের অধীনে পড়েনা, এগুলোকে স্বভাবতই 'ণ' হওয়া শব্দ বলে।
- 'ধরণ' একটি বহুল প্রচলিত অশুদ্ধ বানান।
- শব্দটির শুদ্ধ রূপ হলো 'ধরন', যা দন্ত্য 'ন' দিয়ে লিখতে হয়।