'শয়ন' (শোয়ার কাজ), 'গমন' (যাওয়ার কাজ) কী বাচক বিশেষ্য?
Solution
Correct Answer: Option B
সঠিক উত্তর হলো B) ভাববাচক বিশেষ্য।
যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায়, তাকে ভাববাচক বিশেষ্য (Verbal Noun) বলে।
এখানে:
শয়ন: শোয়া নামক কাজটি বা ক্রিয়ার ভাবকে বোঝাচ্ছে।
গমন: যাওয়া নামক কাজটি বা ক্রিয়ার ভাবকে বোঝাচ্ছে।
একইভাবে, ভোজন (খাওয়ার কাজ), দর্শন (দেখার কাজ), শ্রবণ (শোনার কাজ) ইত্যাদিও ভাববাচক বিশেষ্য।