বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে কী বলে?
A বিশেষণ পদ
B ক্রিয়া পদ
C অব্যয় পদ
D সর্বনাম পদ
Solution
Correct Answer: Option D
-বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় ,তাকে সর্বনাম পদ বলে ।
-সর্বনাম সাধারণত ইতোপূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধি শব্দ ।
-সুতরাং বিশেষ্যের পরিবর্তে সর্বনাম ব্যবহৃত হয় । যেমনঃ
-রহিম মেধাবী ছাত্র।
-রহিম নিয়মিত স্কুলে যায়।
-এক্ষেত্রে রহিম বার বার ব্যবহার না করে 'সে' ব্যবহার করা হয়।