ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?

A এটলি

B চার্চিল

C ডিজরেইলি

D গ্লাডস্টোন

Solution

Correct Answer: Option A

- ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এটলি। 
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান ও ১৫ আগস্ট ভারত ব্রিটিশদের থেকে স্বাধীন হয়।
- এই সময় ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।
- আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এটলি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions