কোন রক্তের গ্রুপে এন্টিবডি নেই?

A  A

B B

C O

D AB

Solution

Correct Answer: Option D

- ‘O’গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকে না যার কারণে যেকোন গ্রুপের রক্তকেই ‘O’ গ্রুপের রক্ত দেওয়া যায়। এজন্যে ‘O’ গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলে।
- 'AB' গ্রুপের রক্তের সিরামে কোন অ্যান্টিবডি না থাকায় সকল গ্রুপের রক্তই 'AB' গ্রুপ নিতে পারে বিধায় 'AB'গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা গ্রুপ।

সূত্রঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions