অপারেশন সার্চ লাইটের পূর্ব নাম কী ছিল?

A অপারেশন বেঙ্গলী হান্ট

B অপারেশন ব্লিজ

C অপারেশন রেড লাইট

D অপারেশন হান্ট

Solution

Correct Answer: Option B

- অপারেশন সার্চ লাইটের পূর্ব নাম ছিল অপারেশন ব্লিজ।
- পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১ সালের মার্চ মাসের প্রথম দিকে পূর্ব পাকিস্তানে একটি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করে ছিল, যার নাম ছিল অপারেশন ব্লিজ।
- এই অভিযানের লক্ষ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রস্তুতি কে ভেঙে দেওয়া।
- তবে, পরবর্তীতে অভিযানটির নাম পরিবর্তন করে অপারেশন সার্চ লাইট রাখা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions