‘সংস্কার’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A সং+কার
B সম+কার
C সন+কার
D সমো+কার
Solution
Correct Answer: Option B
তৎসম ব্যঞ্জনসন্ধিতে কিছু কিছু সন্ধি বিশেষ নিয়মে
সাধিত হয়। যেমন: সমৃ+কার = সংস্কার; উৎ+স্থান =
উত্থান; পরি+কার = পরিষ্কার; সম+কৃতি = সংস্কৃতি।