‘সূর্যোদয়’ এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?

A সূর্য+দয়

B সূর্য+উদয়

C সূর্যো+দয়

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

- ‘সূর্যোদয়’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: সূর্য + উদয়
- এটি বাংলা ব্যাকরণের স্বরসন্ধির নিয়মানুসারে গঠিত হয়েছে।
- স্বরসন্ধির নিয়ম অনুযায়ী, ‘অ’ কিংবা ‘আ’ ধ্বনির পর যদি ‘উ’ কিংবা ‘ঊ’ ধ্বনি থাকে, তবে উভয়ে মিলে ‘ও’-কার (ো) হয়।
- এই ‘ও’-কারটি পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে।
- এখানে ‘সূর্য’ শব্দের শেষের ‘অ’ (য-এর সাথে থাকা অ) এবং ‘উদয়’ শব্দের শুরুর ‘উ’ মিলে (অ + উ = ও) ‘ও’-কার হয়েছে, ফলে ‘সূর্যোদয়’ শব্দটি তৈরি হয়েছে।
- এই নিয়মে গঠিত আরও কিছু উদাহরণ হলো: চন্দ্র + উদয় = চন্দ্রোদয়, নীল + উৎপল = নীলোৎপল, ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions