Solution
Correct Answer: Option C
সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি । বাংলা ব্যাকরণ অনুসানে সন্ধি দুই প্রকার । যথা - স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি । স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে । যেমন - বিদ্যা + আলয় = বিদ্যালয় ।আরও কয়েকটি উদাহরণ হল - শয়ন , স্বাগত , হিমাচল , প্রত্যেক ইত্যাদি । অন্যদিকে অহরহ , দুঃশ্চিন্তা , হল বিসর্গ সন্ধি এবং ণিজন্ত হল ব্যঞ্জনসন্ধি ।