Solution
Correct Answer: Option B
যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে। উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। যেমন:
পরি (উপসর্গ) + চালক = পরিচালক;
অ+জানা = অজানা।
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা: বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ ও বিদেশি উপসর্গ।