Solution
Correct Answer: Option B
- বাংলা ভাষায় ‘রাম’ উপসর্গটি সাধারণত ‘বড়’, ‘বিশাল’ বা ‘উৎকৃষ্ট’ অর্থে ব্যবহৃত হয়।
- এখানে ‘দা’ অর্থ হলো এক প্রকার কাটার যন্ত্র বা বঁটি।
- সাধারণ ‘দা’-এর চেয়ে আকারে অনেক বড় ও ভারী ‘দা’-কে বোঝাতে এর আগে ‘রাম’ উপসর্গ যুক্ত করে ‘রামদা’ শব্দটি তৈরি করা হয়েছে।
অনুরূপভাবে—
- রামছাগল (বড় ছাগল)
- রামবোকা (মহা বোকা বা বড় বোকা)
- এসব শব্দেও ‘রাম’ উপসর্গটি বৃহৎ বা বড় অর্থ প্রকাশ করে।