‘উৎ’ উপসর্গটি কোন শব্দে ভিন্নার্থে প্রযুক্ত?
Solution
Correct Answer: Option A
বাংলা ভাষায় তৎসম (সংস্কৃত) উপসর্গ বিশটি । যথা: প্র, পরা, অপ, সম, নি, অণু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। তৎসম উপসর্গ তৎসম শব্দের পূর্বে বসে। সাধারণভাবে উৎ উপসর্গের অর্থ হয় – “ঊর্ধ্বে, উপরে, উৎকৃষ্ট, তীব্র” ইত্যাদি।
উৎপন্ন: এই শব্দটির অর্থ হলো জাত, সৃষ্ট, উৎপাদিত বা উদ্ভূত। এখানে 'উৎ' উপসর্গটি 'সৃষ্টি' বা 'উৎস' অর্থে ব্যবহৃত হয়েছে।