বিদেশি উপসর্গের দৃষ্টান্ত হলো-

A অব

B না

C উন

D অনা

Solution

Correct Answer: Option B

উপসর্গ ৩ প্রকার। যথাঃ
- বাংলা উপসর্গ,
- তৎসম উপসর্গ এবং
- বিদেশী উপসর্গ।

- আব ও অনা হলো বাংলা উপসর্গ।


ফারসি: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম
আরবি: আল-, আব-, ইব-, ইন-, ইস-, তা-, তান-, তাহ-, তু-, ফা-, বিন-, মু-, মিন-
ইংরেজি: অ্যান্টি-, ডি-, ইন-, ইন্টার-, নন-, পোস্ট-, প্রি-, সাব-, সুপার-, ট্রান্স-

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions