নিচের কোনটি বিদেশি উপসর্গ?

A অভাব

B নির্দোষ

C বিরাশ

D বেসামাল

Solution

Correct Answer: Option D

⇒ বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোকে তিন ভাগে ভাগ করা যায়: খাঁটি বাংলা, তৎসম (সংস্কৃত) এবং বিদেশি উপসর্গ।
⇒ ‘বেসামাল’ শব্দটিতে ‘বে’ (Be) একটি ফারসি উপসর্গ। ফারসি একটি বিদেশি ভাষা, তাই ‘বে’ একটি বিদেশি উপসর্গ।
⇒ ফারসি উপসর্গ আরও কিছু উদাহরণ হলো— ব- (বমাল), না- (নাখোশ), দর- (দরপত্তন) ইত্যাদি।
⇒ অন্যদিকে, ‘অভাব’ শব্দের ‘অ’ খাঁটি বাংলা এবং ‘নির্দোষ’ শব্দের ‘নির্’ তৎসম উপসর্গ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions