সাহেব, বিবি ও গোলাম কি সমাস?
A অলুক দ্বন্দ্ব
B মিলনার্থক দ্বন্দ্ব
C বিরোধার্থক দ্বন্দ্ব
D বহুপদী দ্বন্দ্ব
Solution
Correct Answer: Option D
তিন বা বহু পদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন সমাস বলে। যেমন:
- সাহেব বিবি গোলাম;
- তেল-নুন- লাকড়ি;
- নাচ-গান-বাজনা;
- হাত-পা-নাক-মুখ-চোখ ইত্যাদি।