সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারায় সমাস বলে।
উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ হলো -
মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র।
কর কমলের ন্যায় = করকমল।
আসন পদ্মের ন্যায় = পদ্মাসন।
অধর পল্লবের ন্যায় = অধরপল্লব।
নোট- উপমান এবং উপমিত এর মধ্যে প্রায়ই কনফিউশন লেগে যায়, মনে রাখায় ট্রিকস হলো- যদি উপমেয় ও উপমান পদের মধ্যে সম্পর্কটা সত্য বা লজিক্যাল মনে হয় তাহলে উপমান কর্মধারায় সমাস আর সম্পর্কটা মিথ্যা মনে হলে উপমিত কর্মধারায় সমাস।
যেমন:
-রক্তের ন্যায় লাল= রক্তলাল (কোন কিছু রক্তের মত লাল হতেই পারে, সুতরাং উপমান)
-মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র ( মুখ কখনো চাদের মতো হতে পারে না, সম্পর্কটা মিথ্যা সুতরাং উপমিত)