সিংহপুরুষ কোন সমাস?

A উপমান কর্মধারয়

B উপপদ তৎপুরুষ

C উপমিত কর্মধারয়

D অব্যয়ীভাব

Solution

Correct Answer: Option C

'সিংহপুরুষ ' উপমিত কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য-পুরুষ সিংহের ন্যায় । 
এরুপ -চন্দ্রমুখ, বাহুলতা , করকমল, চাঁদমুখ। 
উপমিত কর্মধারয় সমাস হলো - উপমান ও উপমেয় পদের সমাস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions