“ইত্যাদি” কোন সমাস?

A তৎপুরুষ

B অব্যয়ীভাব

C কর্মধারয়

D বহুব্রীহি

Solution

Correct Answer: Option A

পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হইতে, থেকে, চেয়ে ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয় তাই পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন: ইতি হতে আদি = ইত্যাদি; পাপ হতে মুক্ত পাপমুক্ত; খাঁচা থেকে ছাড়া = খাঁচাছাড়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions