‘নিরামিষ’ কোন সমাস?

A কর্মধারয়

B তৎপুরুষ

C বহুব্রীহি

D অব্যয়ীভাব

Solution

Correct Answer: Option D

পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন- নিরামিষ → আমিষের অভাব; উপকণ্ঠ → কণ্ঠের সমীপে; উপশহর → শহরের সদৃশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions