‘কোলাকুলি’ কোন সমাস?

A ব্যাধিকরণ বহুব্রীহি

B অলুক বহুব্রীহি

C মধ্যপদলোপী বহুব্রীহি

D ব্যতিহার বহুব্রীহি

Solution

Correct Answer: Option D

কোলে কোলে যে মিলন = কোলাকুলি; এটি ব্যতিহার বহুব্রীহি সমাস । সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণো না হয়, তবে তাকে ব্যধিকরণ বহুব্রীহি সমাস বলে । যেমনঃ কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব;
যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি বলে । যেমনঃ মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি;
বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে । যেমনঃ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions