কোনটি নঞ বহুব্রীহি সমাস?

A হেডমাস্টার

B ত্রিফলা

C হাতেখড়ি

D অনমনীয়

Solution

Correct Answer: Option D

- বিশেষ্য পূর্বপদের আগে নঞ্‌ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ্‌ বহুব্রীহি বলে।

- নঞ্‌ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়।যেমন :-
- নেই নমন যার = অনমনীয়,
- ন (নাই) জ্ঞান যার = অজ্ঞান,
- বে (নাই) হেড যার = বেহেড,
- না (নাই) চারা (উপায়) যার = নাচার।
- নি (নাই) ভুল যার = নির্ভুল,
- না (নয়) জানা যা = নাজানা, অজানা ইত্যাদি।

-এরকম-নাহক, নিরুপায়, নির্ঝঞ্ঝাট, অবুঝ, অকেজো, বেপরোয়া, বেহুঁশ, অনন্ত, বেতার ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions