কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?

A ঠগী

B পাঠক

C পানাস

D সেলামী

Solution

Correct Answer: Option B

√পঠ ধাতুর সাথে সংস্কৃত কৃৎ এর ‘ণক’ প্রত্যয় যুক্ত হয়ে পাঠক (√পঠ+ণক = √পঠ+অক) শব্দটি গঠিত।

তদ্ধিত প্রত্যয় গঠিত শব্দ:
- ঠগ্+ঈ = ঠগী;
- পানি-পানসা > পানসে;
- সেলাম+ঈ (ই) = সেলামী (সেলামি)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions