Solution
Correct Answer: Option B
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা ক্রিয়ামূল এবং প্রাতিপদিক বা নাম শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। নতুন শব্দ গঠনের উদ্দেশ্যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়। যেমন:
√কর্+আ = করা,
√কৃ+অনীয় = করণীয়,
ডিঙি+আ = ডিঙা,
নীল+ইমন্ = নীলিমা।
এখানে √কর এবং √ক হলো ধাতু বা ক্রিয়ামূল আর ‘আ’ এবং ‘অনীয়’ হলো প্রত্যয়। অপরপক্ষে ‘ডিঙি’ এবং ‘নীল’ হলো প্রাতিপদিক বা নাম শব্দ আর ‘আ’ এবং ‘ইমন’ হলো প্রত্যয়।