সভয়ে লোকটি বলল ,বাঘ আসছে ।এখানে 'সভয়ে ' পদটি কোন বিশেষণের উদাহরণ ?
Solution
Correct Answer: Option B
যে পদ ক্রিয়া সংঘটনের ভাব,কাল বা রূপ নির্দেশ করে ,তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন -সভয়ে লোকটি বলল,বাঘ আসছে ।প্রদত্ত উদাহরণে 'বলল ' ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় ,লোকটি কীভাবে বলল ? তাহলে উত্তর পাই -সভয়ে ।সুতরাং 'সভয়ে' পদটি এখানে ক্রিয়ার রূপ নির্দেশ করেছে ,যা ক্রিয়া বিশেষণ ।