কোন শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে ?
A কানকাটা
B চালবাজ
C দিগগজ
D বেআক্কেল
Solution
Correct Answer: Option B
নাম বা শব্দের সাথে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে। ফারসি 'বাজ' প্রত্যয়টির দক্ষ অর্থে ব্যবহৃত শব্দঃ চাল +বাজ =চালবাজ ,কলম +বাজ =কলমবাজ ।