'মা খোকাকে চাঁদ দেখাচ্ছে' এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া?
A অসমাপিকা
B সমাপিকা
C দ্বিকর্মক
D প্রযোজক
Solution
Correct Answer: Option D
যে ক্রিয়া একজনে প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় , সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে ।যেমন - 'মা খোকাকে চাঁদ দেখাচ্ছে' । এ বাক্যে মা প্রযোজক কর্তা এবং খোকা প্রযোজ্য কর্তা ও দেখাচ্ছে প্রযোজক ক্রিয়া ।