'ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে ' - বাক্যটি কোন কালের ?

A সাধারণ বর্তমান

B পুরাঘটিত অতীত

C নিত্যবৃত্ত বর্তমান

D পুরাঘটিত বর্তমান

Solution

Correct Answer: Option D

ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে । বাক্যটি সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগের ।কারণ , ঘটনা অতীত হলেও এর ফলাফল আজীবন বর্তমান থাকবে ।
 
একইভাবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন ।বাক্যটিও সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগের । এখানেও ঘটনা অতীত কালের কিন্তু ক্রিয়ার কাল বর্তমান ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions