ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে । বাক্যটি সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগের ।কারণ , ঘটনা অতীত হলেও এর ফলাফল আজীবন বর্তমান থাকবে ।
একইভাবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন ।বাক্যটিও সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগের । এখানেও ঘটনা অতীত কালের কিন্তু ক্রিয়ার কাল বর্তমান ।