বড়পুকুরিয়া কয়লাখনি কত সালে আবিষ্কৃত হয়?
A ১৯৮৫ সালে
B ১৯৮৬ সালে
C ১৯৮৭ সালে
D ১৯৮৮ সালে
Solution
Correct Answer: Option A
- বড়পুকুরিয়া কয়লাখনি দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত।
- এটি ১৯৮৫ সালে আবিষ্কৃত হয়।
- এর আয়তন ৫.২৫ বর্গ কি.মি।
- এ কয়লাক্ষেত্রে মোট মজুত ৩০০ মিলিয়ন টন এবং উত্তোলনযোগ্য মজুত ৭০ মিলিয়ন টন।
- এ কয়লা অধিক মাত্রায় উদ্বায়ী ও নিম্নমাত্রার সালফার বিটুমিনাস ধরনের।