পুরুষ্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার’! বাক্যটির নিন্মরেখ পদে ষ/স ব্যবহারে-

A প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ

B প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ

C দুটোই অশুদ্ধ

D দুটোই শুদ্ধ

Solution

Correct Answer: Option C

∎ পুরুষ্কার-এর শুদ্ধ বানান হবে--পুরস্কার(যুক্ত বর্ণটি-(স+ক)।

∎ অপরিস্কার-এর শুদ্ধ বানান হবে--অপরিষ্কার(যুক্ত বর্ণটি-(ষ+ক)।

সুতরাং প্রদত্ত বাক্যে দুটোই ভুল বানান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions