দেশে পোশাক খাতের ভিত তৈরি করেছিলেন কোন গার্মেন্টস?

A দেশ গার্মেন্টস

B রিয়াজ গার্মেন্টস

C ইভানা গার্মেন্টস

D সান্তা গার্মেন্টস

Solution

Correct Answer: Option A

- দেশ গার্মেন্টসের কর্ণধার ছিলেন মোহাম্মদ নুরুল কাদের।
- মোহাম্মদ রিয়াজউদ্দিন(রিয়াজ গার্মেন্টস ) প্রথম পোশাক রপ্তানি করলেও প্রথম শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা গড়েছিলেন মোহাম্মদ নূরুল কাদের।
- কোরিয়ার দাইয়ু করপোরেশনের সঙ্গে মিলে গড়ে তোলেন দেশের প্রথম তৈরি পোশাক রপ্তানির কারখানা দেশ গার্মেন্টস।
- অবশ্য কারখানা শুরুর আগে ১৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে গিয়ে ছয় মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। পরে যাঁদের অনেকেই হয়েছিলেন কারখানার মালিক।
- তাই বলা যায় পোশাক খাতের ভিত তৈরি করেছিল দেশ গার্মেন্টস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions