বাংলাদেশের প্রথম চিনিকল কোনটি?
A পঞ্চগড় চিনি কল লিমিটেড
B কুষ্টিয়া চিনি কল লিমিটেড
C নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড
D ফরিদপুর চিনি কল লিমিটেড
Solution
Correct Answer: Option C
- ১৯৩৩ সালে নর্থ বেঙ্গল চিনি কলটি মেসার্স সুরুজমাল ও নাগরমাল নামক প্রতিষ্ঠানের ব্যক্তি মালিকানায় স্থাপিত হয়, পরবর্তীতে ১৯৬৫ সালে তা রাষ্ট্রীয় মালিকানায় আসে।
- স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।
- এটি বাংলাদেশের প্রথম চিনিকল।